১। হিয়ারিং এইড একটি ইলেকট্রনিক ডিভাইস তাই এটাকে পানি, আগুন ও ধুলাবালি হতে দূরে রাখবেন ।
২। কোন কারনে যাতে হিয়ারিং এইড হাত বা কান হতে না পড়ে না যায় সেই খেয়াল রাখবেন ।
৩। ওজু, গোসল, খেলাধুলা ও ঘুমানোর আগে হিয়ারিং এইড কান হতে খুলে অফ পজিশনে রেখে বাক্সে ঢুকিয়ে রাখার আগে টিস্যু পেপার দিয়ে মুছে রাখবেন ।
৪। প্রয়োজনে ড্রাই বক্স ব্যবহার করবেন ।
৫। অল্প পানি লাগলেও টিস্যু মুছে ড্রাই বক্সে রাখবেন ।
৬। ব্যাটারি ভোল্টেজ বা চার্জ কমে গেলে ব্যাটারি পরীক্ষা করে নতুন ব্যাটারি লাগাবেন ।
৭। হিয়ারিং এইড এর Ear-Hook নাড়াচাড়া বা ঘুরাবেন না ।
৮। যথাসময়ে Ear Mould পরিষ্কার করবেন ।
৯। ব্যাটারির Compartment এর -/- চিহ্নর সাথে ব্যাটারির -/- চিহ্ন মিলিয়ে ব্যাটারি লাগাবেন ।
১০। BTE হিয়ারিং এইডের ক্ষেত্রে Mould এর শক্ত টিউব ধরে হিয়ারিং এইড কান হতে খুলবেন এবং লাগাবেন ।
১১। সব সময় অতিরিক্ত ১ টি ব্যাটারি সাথে রাখবেন ।
১২। যন্ত্রটি নিয়মিত পরিচর্যা করবেন এবং ঠিকমত কাজ করছে কিনা সে ব্যপারে লক্ষ্য রাখুন।